১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১ ‎ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসানের বিদায় সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী মুরাদনগর সমিতি-ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন এম আই জামাল সিদ্দিকী কুমিল্লায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের

নারী উদ্যোক্তার সাফল্যের গল্প শুনল স্কুল শিক্ষার্থীরা

  • তারিখ : ১১:৫০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • 1

মাহফুজ নান্টু, কুমিল্লা।

নারী উদ্যোক্তার সফলতার গল্প শুনেছে স্কুল শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নের কথা জানান। সফলতার গল্প শুনেন, ছুঁয়ে দেখেন সফল হওয়া সেই নারীর স্বপ্ন।

সোমবার (২৮ আগস্ট) কুমিল্লার একটি অভিজাত মার্কেটে গল্প শোনার আয়োজন করা হয়। উদ্যোক্তার নাম ফারাহ্ নাজ ইসলাম। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সাফল্যের গল্প শোনা অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব হোসেন, ধনেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জি ফারুক, সহকারী শিক্ষক মো. ইয়াছিন আহমেদ, লিপি রাণী পাল ও মাহফুজা আক্তার রীমা। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তানিম আহমেদ।

বক্তারা জানান, বর্তমানে হাতেকলমে কাজ জানা মানুষেরা অনেক বেশি সফল। তাই জেনারেল ডিসিপ্লিনে পড়ালেখা করলেও পাশাপাশি টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে ধারণা নেওয়া দরকার। যারা কোনো কাজ জানেন, তারা দ্রুত সফল হন। নারী উদ্যোক্তা ফারাহ্ নাজ জেনারেলে পড়াশোনা করার পরও ইন্টেরিয়র ডিজাইনের ওপর কোর্স করেছেন, শিখেছেন। আজ বাস্তবিক জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি এই মার্কেটে সৃষ্টিশীলা নামে একটি বড় প্রতিষ্ঠান করেছেন। আমরা আশা করব, তোমরাও হাতেকলমে কাজ শিখে বড় উদ্যোক্তা হতে পারবে।

এসময় শিক্ষার্থীরা উদ্যোক্তাকে বিভিন্ন প্রশ্ন করেন। উদ্যোক্তা ফারাহ্ নাজ এসবের উত্তর দেন।

নারী উদ্যোক্তার সাফল্যের গল্প শুনল স্কুল শিক্ষার্থীরা

তারিখ : ১১:৫০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

মাহফুজ নান্টু, কুমিল্লা।

নারী উদ্যোক্তার সফলতার গল্প শুনেছে স্কুল শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নের কথা জানান। সফলতার গল্প শুনেন, ছুঁয়ে দেখেন সফল হওয়া সেই নারীর স্বপ্ন।

সোমবার (২৮ আগস্ট) কুমিল্লার একটি অভিজাত মার্কেটে গল্প শোনার আয়োজন করা হয়। উদ্যোক্তার নাম ফারাহ্ নাজ ইসলাম। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সাফল্যের গল্প শোনা অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব হোসেন, ধনেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জি ফারুক, সহকারী শিক্ষক মো. ইয়াছিন আহমেদ, লিপি রাণী পাল ও মাহফুজা আক্তার রীমা। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তানিম আহমেদ।

বক্তারা জানান, বর্তমানে হাতেকলমে কাজ জানা মানুষেরা অনেক বেশি সফল। তাই জেনারেল ডিসিপ্লিনে পড়ালেখা করলেও পাশাপাশি টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে ধারণা নেওয়া দরকার। যারা কোনো কাজ জানেন, তারা দ্রুত সফল হন। নারী উদ্যোক্তা ফারাহ্ নাজ জেনারেলে পড়াশোনা করার পরও ইন্টেরিয়র ডিজাইনের ওপর কোর্স করেছেন, শিখেছেন। আজ বাস্তবিক জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি এই মার্কেটে সৃষ্টিশীলা নামে একটি বড় প্রতিষ্ঠান করেছেন। আমরা আশা করব, তোমরাও হাতেকলমে কাজ শিখে বড় উদ্যোক্তা হতে পারবে।

এসময় শিক্ষার্থীরা উদ্যোক্তাকে বিভিন্ন প্রশ্ন করেন। উদ্যোক্তা ফারাহ্ নাজ এসবের উত্তর দেন।