মাহফুজ নান্টুঃ নারীদের এগিয়ে যেতে কোন বাঁধা নেই। একজন নারী যখন আগে নিজেকে মানুষ ভাবতে শিখবে, ধর্মীয়-সামাজিক অনুশাসনকে অনুসরণ করবে তখনই তারা এগিয়ে যেতে পারবে। বিগত দিনেও নারীরা সব বাঁধা বিপত্তিকে জয় করে এগিয়ে গেছে। এখনো যাচ্ছে। আর এ কারনেই বলা হয় নারী হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা। শনিবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নারীদের নেতৃত্ব বিষয়ক অপরাজিতা-২ কর্মশালায় নেত্রীত্ব বনাম নেতৃত্ব বিষয়ক মোটিভেশনাল স্পিকারের ভূমিকায় স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা এ কথাগুলো বলেন।
রংতুলি ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় বিশেষ মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নিউ এইজের কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক ইয়াসমিন রীমা। এ সময় সাংবাদিক ইয়াসমীন রীমা উপস্থিত সবার উদ্দেশ্য বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্য আগে পরিবারের নায্যতা প্রয়োজন। আইন মান্যতা-ধর্মীয় ও সামাজিক অনুশাসন অনুসরণ করে একজন নারী যখন এগিয়ে যাবে তখনই ওই নারীর জীবনে স্বার্থকতা সৃষ্ঠি হয়।
ফিতা কেটে কর্মশালাটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রংতুলি ফাউন্ডেশনের উপদেষ্টা নাজমুল আহসান ফারুক রোমেন ও বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সভাপতি ও রংতুলি ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ মুজিবুল হক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রং-তুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু। স্বাগত বক্তব্য রাখেন রংতুলি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আবু ফয়েজ হৃদয়। শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি পিন্টু সরকার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আদিব হাসনাত।
সঞ্চালনায় ছিলেন ছিলেন সংগঠনের সদস্য বাঁধন মজুমদার জয়া ও ফাইরোজ অবন্তিকা। অনুষ্ঠান সার্বিক সমন্বয় করেন কাজী সাইদা সুমাইয়া নূর। উপস্থিত ছিলেন সংগঠনের পিআরও নয়ন ধর, পিও আবু হানিফ তুহিন, কমিটি সদস্য আয়েশা আক্তার ফাইজা, আমিরুল আলিফ, জয়া মজুমদার, মোজাম্মেল হক রাব্বি আরো উপস্থিত ছিলেন সদস্য সবুজ, অনম, সামান্তা নিঝুম, সুভ্রত চক্রবর্তী সূর্য, তাজদিয়া, সামিরা, সায়মা, তন্ময়, মিমি, ইশিতা, সিজান, বৃষ্টি, আলম প্রমূখ।
আরো দেখুন:You cannot copy content of this page