আচরণবিধি লঙ্ঘন করায় ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ”

নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেনকে রিটার্নিং অফিসার ব্রাহ্মণপাড়া নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মদ কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

আচরণবিধিমালা লংঘনের কারণে বৃহস্পতিবার রিটার্নিং অফিসার মোঃ বুলবুল আহম্মদ নির্বাচন কমিশনের পক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহেরকে মালাপাড়া ইউনিয়নে চশমা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জাহাংগীর আলমের নির্বাচনী সভায় উস্কানিমূলক বক্তব্যের জন্য এবং বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে শশীদল ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম এর নির্বাচনী সভায় উস্কানিমূলক বক্তব্যের জন্য উভয়ের কাছে এর কারণ জানতে চেয়ে লিখিত ব্যাখা তলব করেছেন।

উপজেলা নির্বাহি অফিসার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর এবং সকলের সহযোগিতার মাধ্যমেই সেটি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি এই প্রতিনিধিকে জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page