নৌকা প্রতীকে বিজয় করার মাধ্যমে দলের সাথে বিশ্বাসঘাতকদের সমুচিত জবাব দিয়ে দিবেন- মুজিবুল হক

মনোয়ার হোসেন:
কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন করেছি, দিনরাত চৌদ্দগ্রামবাসীর সেবা করেছি।

উন্নয়নের কারণে এবারও চৌদ্দগ্রামে নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। ষড়যন্ত্র করে লাভ নাই, চৌদ্দগ্রামবাসী উন্নয়নের কারণে নৌকায় ভোট দিবে। তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল মেগা প্রজেক্টগুলো এ সরকারের আমলেই হয়েছে। বর্তমানে কিছু প্রজেক্ট চলমান রয়েছে। এগুলো শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। অসাধারণ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে এ দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আনবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন দলের সিদ্ধান্ত বাহিরে থাকা কারো পরামর্শে বিভ্রান্ত হবেন না। আগামী ৭ তারিখ নৌকা প্রতীকে বিজয় করার মাধ্যমে দলের সাথে বিশ্বাসঘাতকদের সমুচিত জবাব দিয়ে দিবেন।

শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রামের খিরনশাল স্কুল মাঠে মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দন্ত, অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন, সাবেক জেলা জর্জ আবুল কাশেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সাধারন অধ্যক্ষ সম্পাদক রহমা উল্ল্যাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবি এম এ বাহার,সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক খান,আক্তার হোসেন পাটয়ারী, মফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইজিবী আব্দুল মান্নান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল(ভার্ড কামাল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল মোল্লা, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়মুর রহমান মাছুম, কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, বেলায়াত হোসেন অপু, খোরশেদ আলম, তাহমিনা আক্তার, মাহবুবুল হক মোল্লা বাবলু, এনাম পাটোয়ারী, হাজেরা আক্তার ববি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page