মোঃ জহিরুল হক বাবু।।
মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ার বাজার পাঞ্জেগানা ও বিশ্রামাগার মাঠে হামদ, নাত ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
ছেমা মাহফিলের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ, কুমিল্লা উওর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামদর্দ বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল মান্নান।
প্রধান আলোচক ছিলেন ইসাকিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ও কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ ইব্রাহিম ক্বাদেরী।
মাহফিলের প্রধান মেহমান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুছ ছালাম বেগ।
বিশেষ মেহমান ছিলেন ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক, আল-আমিন বারীয়া দরবার শরীফের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মির্জা জালাল উদ্দিন খাঁন বাদল, সাবেক ভিপি জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন রেজা।
মাওলানা আবদুল আজিজ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমম সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, মোঃ সাফি, মারুফ আহমেদসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সহযোগীতা করেন মাওলানা আবদুল আজিজ ইসলামিক পাঠাগারের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক সাব্বির, সহ-সাধারণ সম্পাদক আবদুল আলিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জনি, মাওলানা ফয়সাল, রিপন রেজভী, কুদ্দুছ রেজভী, সিরাজ, সবুজ, রিপন, ফরহাদ, জুয়েল, সেলিম, জলিল।
মাহফিলে বিভিন্ন হাম, নাফ ও ছেমা পরিবেশন করবেন নেহাল, শাকিল আহমেদ, ইমরান হোসাইন ও তাদের দল।