০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

পরীক্ষা চালু রাখার দাবিতে কুমিল্লায় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

  • তারিখ : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • 39

নেকবর হোসেন।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একদল শিক্ষার্থী মানববন্ধন করেছেন। সকাল ১০টার দিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ওই মানববন্ধন হয়। এতে শিক্ষার্থীরা সশরীর সব পরীক্ষা চালু রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাজীবন দীর্ঘায়িত না করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

কলেজ সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চূড়ান্ত পরীক্ষা চলছিল। এর মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পরীক্ষা বহালের দাবিতে মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেওয়া অন্তত পাঁচজন শিক্ষার্থী বলেন, হাটবাজার চলে, পার্ক-পর্যটনকেন্দ্র চলে। মানুষ সেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন, ঘুরে বেড়ান। কিন্তু পরীক্ষা চলে তিন ঘণ্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ‘অনার্সের চূড়ান্ত পরীক্ষা চলছিল। আর তিনটি পরীক্ষা হলে পার পেতাম। কবে যে এগুলো হবে জানি না। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব।’

কলেজের অধ্যক্ষ আবু জাফর খান বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লায় গতকাল সোমবারও করোনা শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৪। মানুষের জীবন আগে। এরপরও শিক্ষার্থীদের দাবির কথা সংশ্লিষ্ট মহলে জানানো হবে। ইচ্ছা করে কাউকে আটকে রাখা হয় না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়ার ঘোষণা আসবে।

error: Content is protected !!

পরীক্ষা চালু রাখার দাবিতে কুমিল্লায় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

তারিখ : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

নেকবর হোসেন।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একদল শিক্ষার্থী মানববন্ধন করেছেন। সকাল ১০টার দিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ওই মানববন্ধন হয়। এতে শিক্ষার্থীরা সশরীর সব পরীক্ষা চালু রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাজীবন দীর্ঘায়িত না করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

কলেজ সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চূড়ান্ত পরীক্ষা চলছিল। এর মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পরীক্ষা বহালের দাবিতে মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেওয়া অন্তত পাঁচজন শিক্ষার্থী বলেন, হাটবাজার চলে, পার্ক-পর্যটনকেন্দ্র চলে। মানুষ সেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন, ঘুরে বেড়ান। কিন্তু পরীক্ষা চলে তিন ঘণ্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ‘অনার্সের চূড়ান্ত পরীক্ষা চলছিল। আর তিনটি পরীক্ষা হলে পার পেতাম। কবে যে এগুলো হবে জানি না। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব।’

কলেজের অধ্যক্ষ আবু জাফর খান বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লায় গতকাল সোমবারও করোনা শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৪। মানুষের জীবন আগে। এরপরও শিক্ষার্থীদের দাবির কথা সংশ্লিষ্ট মহলে জানানো হবে। ইচ্ছা করে কাউকে আটকে রাখা হয় না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়ার ঘোষণা আসবে।