পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক এখন কুমিল্লা কারাগারে

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও সাবেক উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ নিরাপত্তায় উভয়কে কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।

কারাগার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রয়ারি গভীর রাতে চৌদ্দগ্রামে বহুল আলোচিত ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় শহীদুল হক ও কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কারাগারে আনা হয়। আগামী সোমবার (১১ নভেম্বর) আদালতে হাজির করার দিন ধার্য করা আছে।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবির জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করে বিজিবি। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের পিএস ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঢাকায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।

রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, বাসযাত্রী হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদারকে নির্ধারিত দিনে আদালতে হাজির করতে কুমিল্লায় আনা হয়েছে। এ মামলায় শহীদুল হক এজাহার নামীয় আসামি। তবে কিবরিয়া মজুমদারের নাম এজাহারে না থাকলেও তার জড়িত থাকার প্রমাণ মিলেছে, তাই তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page