প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদার দাবীতে বাড়ির নির্মাণ কাজ বন্ধের অভিযোগ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমনগন্ডা গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাশেম।

তিনি জানান গত ৯ ফেব্রুয়ারী কুমিল্লা টিভিতে তাঁকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদে তাঁকে চাঁদাবাজ উল্লেখ করা হয়েছে। মূলত তিনি একজন ব্যবসায়ী, চাঁদাবাজী কিংবা কোন অপরাধের সাথে তিনি জড়িত নন। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে পূর্ব শত্রæতার জের ধরে একটি মহল এই সংবাদ প্রকাশ করেছে।

প্রকৃত ঘটনা নিয়ে তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারী সকাল ৯ টায় একই এলাকার মৃত তরব আলীর ছেলে মোঃ মমতাজ উদ্দিন ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে তাঁর মালিকীয় ভূমিতে প্রবেশ করে ছোট-বড় ফলজ ও বনজ গাছপালা কেটে ঘর নির্মাণ করতে থাকে। তিনি এসময় বাঁধা দিলে সন্ত্রাসীদল ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। এ ঘটনায় তিনি গত ৬ ফেব্রুয়ারী চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সত্য সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page