আলমগীর হোসেন।।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুমিল্লার কবি সাহিত্যিক ও আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে ‘ফাগুনের পদাবলী’ অনুষ্ঠান আজ (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি আবৃত্তি দল, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, আবৃত্তি সংসদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, মৃত্তিকা, কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা, বাংলা সংস্কৃতি বলয়, শাণিত উচ্চারণ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, কণ্ঠশিল্প বাংলা, শব্দশ্রুতি, ধ্বনিচিত্র বিনির্মান পাঠশালা, বাচিক বিকাশ কেন্দ্র, বিমূর্ত, কবিতাবৃত্ত, পরম্পরায়, কণ্ঠসাধন, বাচিক শিল্প চর্চা কেন্দ্র, অনুপ্রাস, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা কলেজ থিয়েটার এর শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে।
জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম।
কবিকণ্ঠে কবিতা পাঠ পর্বে অংশ নেন ফখরুল ইসলাম রচি, জাকির হোসেন কামাল, মোতাহের হোসেন মাহবুব, সাইয়িদ মাহমুদ পারভেজ, শামিম হায়দার, জামাল উদ্দিন দামাল, রানা হাসান, নুরুল আলম সেলিম, সাইদুল হাসান।
আবৃত্তি করেন বশীর উল আনোয়ার, রুবেল কুদ্দুস, মাহতাব সোহেল, সুলতানা পারভীন দীপালি, শাহ মুজিবুল হক, আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমানা রুমি ও এস এ এম আল মামুন।
আরো দেখুন:You cannot copy content of this page