ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

রাজিব হোসেন জয়।।
দাউদকান্দিতে সুশীল সমাজ সংগঠনের উদ্যোগে শান্তপ্রিয় মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ মে বুধবার ২০২১ইং উপজেলার গৌরীপুর বাজারে ঢাকা-হোমনা-গৌরীপুর সড়কে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লার সভাপতি ও সুশীল সমাজ সংগঠনের উপদেষ্টা মো. আলী আশরাফ খান।

সভাপতিত্ব করেন, সুশীল সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রুহুল আমিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, ‘সৃষ্টি’ সংগঠনের সহ-সভাপতি মোঃ সফিউল বাশার সুমন, সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহীম রাসেল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন ইব্রাহিম, সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, সূচনা কমিউনিটি ডট টিভি’র খবর পাঠক মোঃ আবু তাহের, সাংবািদক মোঃ বিল্লাল মোল্লা, সমাজকর্মী মোঃ তৈয়ব আলী, হাফেজ মাওলানা নাজমুল হোসেন তিতাসী,অন নিউজের রিপোর্টার মোঃ রাজিব হোসেন জয়, মোঃ রহমত উল্লাহ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সুশীল সমাজ সংগঠনের সদস্য মোঃ নাহিদ সরকার , মোঃ কাইয়ুম সরকার , আরএম রায়হান, মোঃ আল-আমিন ও মানবপ্রীতি সংগঠনের অন্যতম সদস্য সাব্বির রহমান, নাজমুল সাকিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিন তথা আল-আকসায় হামলা মানে সমগ্র বিশ্ব মুসলিমের উপর হামলা। আমরা ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page