মনির হোসাইন।।
ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ যোহর হেফাজতে ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী,স্থানীয় ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদ,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,সাধারণ ছাত্র-জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করেন মিছিলে।
উপজেলা গেট সামনে থেকে যাএা শুরু করে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ কর, করতে হবে ইত্যাদি নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ইসরায়েলের পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে আল্লাহু চত্বরে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,”ইসরায়েল হায়নার মত আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করেছে। তারা শিশু, নারী, পুরুষ সকলের উপর বর্বর হত্যাযোগ্য চালিয়েছে। কিন্তুু মুসলিম উম্মাহ এখনো নিরব দর্শকের ভূমিকা পালন করছে যা পুরো জাতির জন্য লজ্জা এবং পরিপূর্ণ মুনাফিকের লক্ষণ প্রকাশ করে “।
বক্তারা সমস্ত উম্মাহকে এক হয়ে দ্রুত ফিলিস্তিনি ভাইদের সহায়তায় এগিয়ে আসার জন্য বলেন এবং মুসলিম ভাইদেরকে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।
আরো দেখুন:You cannot copy content of this page