০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

ফ্যাসিবাদের প্রেতাত্মাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করুন: ড. খন্দকার মারুফ হোসেন

  • তারিখ : ০৯:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 27

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “ফ্যাসিবাদের পেতাত্মারা আজও গণতন্ত্র ধ্বংসে তৎপর। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে তারা আবারও প্রমাণ করেছে, এরা গণতন্ত্রের শত্রু।”
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে দাউদকান্দি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মারুফ হোসেন বলেন, “একসময় যারা বিএনপির দয়ায় এমপি-মন্ত্রী হয়ে রাষ্ট্রীয় পতাকা বহন করেছে, আজ তারাই বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। একটি আঞ্চলিক দলের নেতা, যাদের সারাদেশে একটি আসনও নেই, তারাও আজ বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অপচেষ্টা আর সফল হবে না। জনগণ বিএনপির পাশে আছে।”

বক্তব্য শেষে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌরবাজার হয়ে বিশ্বরোড মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার প্রমূখ৷

দাউদকান্দিতে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও ঐক্যবদ্ধ অবস্থান।

error: Content is protected !!

ফ্যাসিবাদের প্রেতাত্মাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করুন: ড. খন্দকার মারুফ হোসেন

তারিখ : ০৯:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “ফ্যাসিবাদের পেতাত্মারা আজও গণতন্ত্র ধ্বংসে তৎপর। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে তারা আবারও প্রমাণ করেছে, এরা গণতন্ত্রের শত্রু।”
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে দাউদকান্দি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মারুফ হোসেন বলেন, “একসময় যারা বিএনপির দয়ায় এমপি-মন্ত্রী হয়ে রাষ্ট্রীয় পতাকা বহন করেছে, আজ তারাই বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। একটি আঞ্চলিক দলের নেতা, যাদের সারাদেশে একটি আসনও নেই, তারাও আজ বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অপচেষ্টা আর সফল হবে না। জনগণ বিএনপির পাশে আছে।”

বক্তব্য শেষে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌরবাজার হয়ে বিশ্বরোড মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার প্রমূখ৷

দাউদকান্দিতে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও ঐক্যবদ্ধ অবস্থান।