ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে -কুমিল্লায় ড. বদিউল আলম মজুমদার

নেকবর হোসেন।।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ২০১৮ নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে সুপারিশ করা হয়েছে। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটি বিবেচনায় রেখেই ১৫০টি সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ‘রাজনৈতিক অঙ্গন যেন কুলাঙ্গার মুক্ত হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে। সংস্কারের আরেকটি সুপারিশ হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা। যেন দুর্বৃত্তরা রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হতে না পারে।’

কুমিল্লাবাসীর বঞ্চনার প্রতিকারে কুমিল্লা বাঁচাও মঞ্চের আয়োজনে আজ (শনিবার, ১৮ জানুয়ারি) আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার দুপুরে বার্ড মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম.এম শরিফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূইয়া।

বক্তারা বলেন, একটি রাস্তা ১টি দেশের ভূগোল বদলে দিতে পারে। মিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা টেনে দিতে পারে ১টি নদী। কুমিল্লাকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page