
বরুড়া প্রতিনিধিঃ
“মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন- সম্পদ রক্ষা করি”স্লোগানকে সামনে রেখে আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অনিসুল ইসলাম ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, আনসার-ভিডিপি বরুড়ার প্রশিক্ষক মোঃ ওমর ফারুক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফায়ার ফাইটার মোঃ রহিম আহমেদ শাওন।
মহড়ার শুভ উদ্বোধন শেষে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অগ্নিনির্বাপণ, উদ্ধার , প্রাথমিক চিকিৎসা ও প্রশিক্ষণের উপর মহড়া প্রদর্শন করেন।