বরুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৭,৫০০ টাকা অর্থদন্ড

আরাফাত হোসেন, বরুড়াঃ
কুমিল্লার বরুড়ায় ৩ জুলাই বৃহস্পতিবার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে বরুড়া উপজেলার মহিদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এই সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং মুদি দোকানসমূহে খাবার, খাবার তৈরির কার্যক্রম, দ্রব্য মূল্য, নকল ও ভেজাল পণ্য, পণ্যের মেয়াদ পরীক্ষা করা হয়। খাবারের গুণগত মান, সঠিক উপায়ে খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদের তারিখ ছাড়া বিক্রয়, দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম রাখা, ভেজাল ও নকল পণ্য মজুদ ও বিক্রয়সহ, হোটেল, রেস্তোরাঁ এবং মুদি দোকানসমূহে প্রচলিত আইনের ব্যতয় সম্পর্কিত অপরাধ আমলে নেয়া হয়।

এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এসময় বরুড়া থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page