বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আরাফাত হোসেন, বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় আজ ২৬শে মার্চ রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি,বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বরুড়া উপজেলা প্রশাসন,বরুড়া পৌরসভা,বরুড়া থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বীর মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপরে সকাল ৮টায় বরুড়া উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, সম্বন্বয়ে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফার সভাপতিত্বে দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা নুসরাত সুলতানা তনু, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন।এ

ই সময় আরো উপস্হিত ছিলেন বরুড়া থানা (তদন্ত)ওসি নাহিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ (বরুড়া)’র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার,সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক সহ বরুড়া উপজেলা পরিষদের সকল দাপ্তরিক প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page