মোঃ আাফাত হোসেন,বরুড়াঃ
কুমিল্লার বরুড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরুড়া থানা, বরুড়া উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন দপ্তরের নেতৃত্বে সকাল ১০ টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্ট নিহত শহিদের স্বরণে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা নাসরিন সুলতানা তনু,মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আব্দুস সাত্তার।এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট, মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এদিন পরে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে সংগীত ও নিত্য বিষয়ক প্রশিক্ষন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরো দেখুন:You cannot copy content of this page