বরুড়ায় ২৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক হস্তান্তর

আরাফাত হোসেনঃ
কুমিল্লার বরুড়ায় ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শীলমুড়ি দক্ষিণ ভূমি অফিস প্রাঙ্গণে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ফিরোজ হোসেন,শীলমুড়ি দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় ক্ষতিগ্রস্থ ১২৭ জন জমির মালিককে ২৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

এরপর জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান ভবানীপর ইউনিয়নের নরিন গ্রামে বরুড়ার কচু ও লতি চাষীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি চাষীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। তিনি নরিন গ্রামে লতি রাখা এবং পরিস্কারের সেড উদ্বোধন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page