বরুড়া প্রতিনিধিঃ
বরুড়া উপজেলার খোশবাস বার্তা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আজ ১৯শে ফেব্রুয়ারি রোজ শনিবার বেলা ১১ টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ন-সচিব মনিন্দ্র কিশোর রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মীর রাশেদুজ্জামান রাশেদ।অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,কুমিল্লার বাচিক শিল্পী ও ক্রিড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু,ছাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া, সাবেক প্রধান শিক্ষক রফিকুল আলম পাটোয়ারী, বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক আরো অনেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মো. জি এম ফারুক বাবলুর উপস্থাপনায় খোশবাস বার্তা সম্পাদক মো. ইউনুছ খান এর সভাপতিত্বে বেলা ১১.০০ ঘটিকার সময় আলোচনা সভা সহ ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, প্রতিষ্ঠাবার্ষিকী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্মরণিকা প্রকাশ করা হয়।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সামিউল ইসলাম, ২য় স্থান অর্জন করেছে মো. আবু সায়িদ আগানগর ডিগ্রি কলেজ এর ছাত্র, ৩য় স্থান অর্জন করেছে ৪ জন তাদের মধ্যে সিয়াম খন্দকার কদবা তলাগ্রাম উচ্চ বিদ্যালয়, আনিসুর রহমান বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, সামিয়া রহমান হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, সালেহ মাহমুদ, হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়।
আরো দেখুন:You cannot copy content of this page