বরুড়ায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

বরুড়া প্রতিনিধিঃ
বরুড়া যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বরুড়ার অদুরে পয়ালগাছার বটতলী শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পঅর্পণ, মুক্তিযোদ্ধা সংর্বধণা, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও ডিসপ্লে, ছাত্রছাত্রীদের ক্রীড়া অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগীতা, সারাদেশের সাথে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক শপথ বাক্য পাঠ সহ নানান কর্মসুচী পালন করা হয়েছে।

এছাড়াও বরুড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যালয়ে আলোকসজ্জা সজ্জা,প্রতুষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচী শুরু করা হয়, এ ছাড়া কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এম পি)’র পক্ষে সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকনের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়ে বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ ছাড়া বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করে বরুড়া পৌরসদর বাজার প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দল(বিএনপি), উপজেলা জাতীয় পাটির মিলন গ্রুপ ও ইরফান বিন গ্রুপের নেতাকর্মীরা বরুড়া বাজার প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে।

এদিন বরুড়া উপজেলা প্রেসক্লাব, বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থা, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, ওরাই আপনজন, জীবন শৈলী সহ নানান সামাজিক সংগঠন, বরুড়া বাজার জুয়েলারি সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page