বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণপাড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ বাছির উদ্দিন।।
বর্ণাঢ্য আয়োজন এর মধ্যদিয়ে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদারুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ এর পরিচালনায় আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক হাজী আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাজী জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সবুজ, মনির হোসেন, শাহজালাল সরকার, জামাল হোসেন রেজভী, সাবেক জিএস দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে তাশফিকুল আলম শিহাব, মীর হোসেন, আহামেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page