স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কুমিল্লা শাখা কমিটির ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকা কেন্দ্র থেকে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কুমিল্লা শাখা সুত্রে জানা যায় গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইং কুমিল্লা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পোষ্য সন্তানদের সর্বসম্মতি ক্রমে কুমিল্লা শাখা কমিটির কার্যক্রম শুরু করে গতকাল ৬ ফেব্রুয়ারী রেলওয়ে পোষ্য সোসাইটির ২৩ তোপখানা রোড কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত সংগঠনের ২৭/৩০ ধারায় আগামী ২ বছরের জন্য কুমিল্লা শাখা কমিটির অনুমোদন দেয়।
১/ মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু- সভাপতি
২/মোঃ জয়নাল আবেদিন – সহ-সভাপতি
৩/মোঃ ইসলাম ম্যাক- সহ- সভাপতি
৪/মোঃ মামসাদ কবির- সহ-সভাপতি
৫/মোঃ মোস্তফা কামাল – সহ- সভাপতি
৬/মোঃ জাহাঙ্গীর আলম- সহ-সভাপতি
৭/মোঃ রকিবুল ইসলাম ম্যাক- সাধারণ সম্পাদক
৮/মোঃ মোস্তাফিজুররহমান মকুল- যুগ্ম সাধারণ সম্পাদক
৯/মোঃ হুমায়ুন কবির-যুগ্ম সাধারণ সম্পাদক
১০/মোঃ লিয়াকত আলী মজুমদার – সাংগঠনিক সম্পাদক
১১/ রাশেদুল ইসলাম -অর্থ সম্পাদক
১২/জহিরুল ইসলাম -দপ্তর সম্পাদক
১৩/সাখাওয়াত হোসেন সুমন-প্রচার ও প্রকাশনা সম্পাদক
১৪/রবিউল ইসলাম -ক্রিয়া বিষয়ক সম্পাদক
১৫/তানজিনা সুলতানা -মহিলা বিষয়ক সম্পাদক
১৬/মোঃ আল আমীন-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
১৭/মাহবুবুর রহমান -শিক্ষা বিষয়ক সম্পাদক।
১৮/বিল্লাল হোসেন -কার্যনির্বাহী সদস্য
১৯/মোহন কবির – কার্যনির্বাহী সদস্য
২০/বরুণচন্দ্র শীল -কার্যনির্বাহী সদস্য
২১/রবিউল কার্যনির্বাহী সদস্য ইসলাম-
২২/রকিবুল ইসলাম – কার্যনির্বাহী সদস্য
You cannot copy content of this page