নেকবর হোসেন।।
কুমিল্লার লালমাইয়ের শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানসম্মত ফলাফল অর্জনের লক্ষ্যে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ সভার সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং বিদ্যালয়ের উন্নয়নে প্রস্তাবনা প্রদান করেন।
অনুষ্ঠানে কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. অমৃত কুমার দেবনাথ, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ হায়াতুন নবী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, যুগ্ম জেলা জজ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দিদার হোসাইন, মানবতার ফেরিওয়ালা খ্যাত মোঃ কামাল হোসেন এবং অভিভাবক সদস্য কাজী আবুল হাসান দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তারা সবাই এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়সহ সকল শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ মানসম্মত ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর একসাথে কাজ করার আহ্বান জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।











