বাঙলা নববর্ষ ১৪২৯ উদযাপনে কুমিল্লা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার।।
বাঙলা নববর্ষ ১৪২৯ উদযাপনে কুমিল্লা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাঙলা নববর্ষ ১৪২৯ উদযাপনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রসাশনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন।

সভায় বাঙলা নববর্ষ ১৪২৯ উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সভায় উপস্থিত কুমিল্লা সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট জনেরা।

সভায় আলোচনার মাধ্যমে এবারের বাঙলা নববর্ষ ১৪২৯ পবিত্র রমজান মাসে হওয়ায় সংক্ষিপ্ত করে নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়। সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা হতে মঙ্গল শোভাযাত্রা হবে। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হকে কুমিল্লা শিল্প কলা একাডেমিতে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় কুমিল্লা টাউন হলে ঐতিহাসিক বৈশাখী মেলা সকাল ৯টা থেকে বিকাল ৪ট পর্যন্ত করার সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ উন্নয়ন মোঃ কামরুল হোসাইন খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আফজল হোসেন। কুমিল্লার সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page