‘বাপ-মেয়ে মিল্লা, কুমিল্লারে খাইছে গিল্লা’ -বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার।।
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এড. মো. ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেশের তিনশ’জন এমপি পালিয়েছে-যা বিশ্বের র ইতিহাসে বিরল। সেই সঙ্গে মসজিদের ইমামও পালিয়েছে। আপনাদের কুমিল্লায়ও বাপ-বেটি পালিয়েছে। সবাই বলে ‘বাপ-মেয়ে মিল্লা, দেশটা খাইছে গিল্লা’। কোথায় আ ক ম বাহাউদ্দিন বাহার, কোথায় লোটাস কামাল?

রবিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি.এ. হাই স্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

বিএনপি প্রণীত ৩১ দফা সংস্কার কর্মসূচীর আলোকে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলওভারপাস নির্মাণে আর্থিক লুন্ঠনের কারণে সৃষ্ট মরণফাঁদ থেকে রক্ষা, কুমিল্লা দক্ষিণের জনগণের নির্বিঘ্নে কুমিল্লা শহরে প্রবেশ ও নির্গমন, কুমিল্লা ইপিজেডেরে বিষাক্ত বর্জ্যরে রাসায়নিক বিক্রিয়া থেকে মানবকূল রক্ষায় ক্ষতিপূরণ আদায়সহ কুমিল্লা বাঁচাও মঞ্চের ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা ও কুমিল্লা মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

এড. মো. ফজলুর রহমান আরো বলেন, আগামী নির্বাচনে ফেয়ার ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। এমপি থেকে ইউপি সদস্য সকল ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ চালাবে। এদেশে ৬০ লক্ষ লোক এখনো না খেয়ে ঘুমায়। ৫০ লক্ষ মানুষের থাকার জায়গা নেই। দেশে যখনই নির্বাচন হয় বিএনপি জয়লাভ করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিএনপিকে সৎ মানুষের দল হতে হবে। বিএনপিকে ভালো মানুষের দল হতে হবে। বর্তমান সরকারকে দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। এজন্য সকল নেতা-কর্মীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার না হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়না। ১৯৭১ সালে ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাঁরা সবাই শহীদ। দলের সিদ্ধান্ত না মানার কারণে তারেক জিয়ার নির্দেশে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গত ১৫ বছরে বিএনপির শত শত নেতা-কর্মী গুম ও খুনের শিকার হয়েছে। তিনি আরও বলেন, লোটাস কামাল একটি নির্বাচনেও ভোটে জিততে পারে নাই। তিনি এলাকার কোথাও একটি ইটও গাঁথে নাই।

সভায় সভাপতিত্ব করবেন জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক মোস্তফা মোরশেদ আহমেদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য শাহ্ মো. সেলিম, এড. সোহরাব হোসেন পলাশ, বিএনপি নেতা শাহজাহান মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এড. মুহম্মদ আখতার হোসেন, লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত আহবায়ক মাসুদ করিম, বৃহত্তর পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, বিএনপি নেতা মো. হানিফ, আব্দুল কুদ্দুস প্রমুখ।

সভা সঞ্চালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী। এসময় মঞ্চে কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা ও কুমিল্লা মহানগর দক্ষিণ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page