বারীয়া দরবারে শরীফে পবিত্র খতমে কুরআন ও খতমে বোখারী, আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া।।
কুমিল্লা নগরীর ধর্মপুরে ঐতিহ্যবাহী বারীয়া দরবার শরীফে খতমে কুরআন ও খতমে বোখারী অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলার প্রায় পঞ্চাশ জন আলেমের উপস্থিতিতে পবিত্র কুরআন ও পবিত্র বোখারী শরীফের খতম অনুষ্ঠিত হয়।

মুফতী বেলাল হোসাইন চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দরবারে বারীয়া শরীফের পরিচালক আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন।

খতম ও মিলাদ মাহফিল পরবর্তী আলোচনা সভায় কুরআন ও হাদিস থেকে মুল্যবান আলোচনা পেশ করেন কুমিল্লা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন, ধামতী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামতী আলীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম হেলালী,কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা গোলাম মোস্তফা শাহ, বরুড়া।

বারীয়া দরবার শরীফের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মির্জা জালালুদ্দিন খান বাদল, মাওলানা আবদুল আজিজ ফাউন্ডেশন ও আদিনামুড়া হেফজুল কোরআন মাদ্রাসা, মেহমানখানা ও এতিমখানা কমপ্লেক্সের সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবরিয়া, মুহাম্মদ ইকবাল হোসেন, আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ সেলিম সওদাগর সহ অন্যান্য ভক্তবৃন্দ।

পরিশেষে দুয়া,মুনাজাত ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page