শামীম রায়হান।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীরা বুক পেতে দিয়েছে। একদিকে পুলিশ, আরেকদিকে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্র তাক করে রেখেছিল। তাদের গুলিতে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। এই আত্মত্যাগের মাধ্যমেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান সফল হয়েছে।”
শনিবার (১২ জুলাই) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আয়োজনে তিতাস ও দাউদকান্দিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে খুনি হাসিনা আপনার-আমার ভোটাধিকার কেড়ে নিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আর মিথ্যা মামলায় নিরীহদের কারাগারে পাঠিয়েছে। বিএনপি এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, আছে এবং থাকবে।”
এদিন ড. মারুফ হোসেন দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের শহীদ রিফাত, ঢাকারগাঁও গ্রামের মাহিন মুন্সি, তুজারভাঙ্গা গ্রামের শহীদ বাবু এবং তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের শহীদ সুলতানের কবর জিয়ারত করেন।
পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর হাতে সহানুভূতিস্বরূপ অনুদান প্রদান করেন এবং তাঁদের খোঁজ-খবর নেন।
দাউদকান্দি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—
* কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকার
* দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া
* পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার
* সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিন
* সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম
* সাবেক কাউন্সিলর খন্দকার সুমন
* কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন
* পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী প্রমুখ।
You cannot copy content of this page