স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মো. ডালিমকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (১২ জুলাই) দুপুরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তিতাস থানাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করে।
আটক মো. ডালিম কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জহির হত্যা মামলার গ্রেফতার এড়াতে ডালিম জালিয়াতির মাধ্যমে নিজের পাসপোর্টে পিতার নাম ‘আনোয়ার হোসেন’ পরিবর্তে ‘আমির হোসেন’ দেখান। এরপর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্যাহ বলেন, “আটক ডালিম জহির হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পাসপোর্টে পিতার নাম পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছিল সে। যাচাই-বাছাই শেষে বিমানবন্দর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে তাকে তিতাস থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে তৎকালীন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জহিরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকেই ডালিম পলাতক ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page