বিনানুমতিতে জমির শ্রেণি পরিবর্তন করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা -ব্রাহ্মণপাড়া ইউএনও

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেছেন, কৃষি জমির শ্রেণি কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।

বিনানুমতিতে জমির শ্রেণি পরিবর্তন করলে তা সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফসলি জমি ও কৃষি জমির শ্রেণি পরিবর্তন কঠোরভাবে রোধ করতে হবে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যেভাবে কৃষি জমি উজাড় হচ্ছে কয়েক বছর পর আর কোনো কৃষি জমি থাকবে না। তাই আমাদের সজাগ হতে হবে কোনোভাবেই যাতে অবৈধভাবে মাটি খনন ও মাটি ভরাট করে কৃষি জমি নষ্ট করতে না পারে।
তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও ভেকু’র বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ব্যপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়াশি অভিযান চলছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শাহজাহান সাজু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, শশীদল ও সালদানদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বক্তারা, উপজেলায় মাদক, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, যানযট নিরসনসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে আলোচনা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page