বিভাগ হলে কুমিল্লার নামেই হতে হবে- আকম বাহাউদ্দিন বাহার এমপি

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ, কুমিল্লা শিক্ষা, সংস্কৃতিতে অনেক জেলার চাইতে এগিয়ে। তাই বিভাগ হলে কুমিল্লার নামেই হতে হবে। অন্যকোন নামে বিভাগ কুমিল্লাবাসী মেনে নেবে না।

শনিবার দুপুরে কুমিল্লা ট্রমা সেন্টার এর আইসিইউ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিন আরো বলেন, চিকিৎসকদের সেবার মন নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে। ব্যবসা করতে গিয়ে যেন কোন রোগী হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

কুমিল্লা ট্রমা সেন্টারের মেডিকেল ডিরেক্টর মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাবেক সভাপতি সহিদ উল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আতাউর রহমান জসীম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ডাক্তার মোরশেদ আলম, বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার মোঃ আবদুল হক, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিমসহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page