বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে নৃত্যানুষ্ঠান নুপুরের ছন্দে

আলমগীল হোসেন।।
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, কুমিল্লার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, কথামালা, সম্মাননা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ নৃত্যশিল্পী লক্ষ্মী রানী দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। শুভেচ্ছা জানান নৃত্যশিল্পী প্রিয়লাল সাহা, জাহিদুর রহমান মামুন।

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির নৃত্য বিভাগের শিক্ষক কামরুল হাসান ফেরদৌসকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, নাট্যজন শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক সমীর মজুমদার, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র চক্রবর্তী, বদরুল হুদা জেনু, শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, নাট্যকার আহম্মদ কবীর, ডা. সৌমেন রায়, প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লার ১৪টি সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করে।

সংগঠন সমূহ হলো জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, বাংলাদেশ শিশু একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, সুবল স্মৃতি সংগীতাঙ্গন, পরম্পরা, কালীপদ মেমোরিয়াল একাডেমি, জেলা খেলাঘর আসর, পূর্বাশা-মধুমিতা কচি কাঁচার মেলা, নৃত্যম ললিতকলা কেন্দ্র, নটরাজ নৃত্যাঙ্গন, অভয় চরণ নৃত্যাঙ্গন, নৃত্যম নৃত্যকলা একাডেমি, খড়িমাটি ও নৃত্যাঞ্জলি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page