১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

  • তারিখ : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 422

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

বিশেষ করে মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা থেকে শুরু করে ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, ব্রিজ ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশের অবস্থান নিতে দেখা যায়। প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও সড়কজুড়ে টহল দিচ্ছে র‌্যাব, ডিবি ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা তল্লাশি অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যদেরও অংশ নিতে দেখা গেছে। তারা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করছেন, ব্যাগপত্র ও লাগেজ খুলে দেখা হচ্ছে। সন্দেহভাজন কিছু মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে-যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা সংঘাত প্রতিরোধের লক্ষ্যেই এই অভিযান ও তল্লাশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “সড়ক ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবির টিমগুলোও মাঠে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও কৌশলগত অবস্থান নিয়েছেন যাতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, “মহাসড়ক ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে শুধুমাত্র জনগণের নিরাপত্তার জন্য। গুজবে কান না দিয়ে শান্ত থাকুন।”

error: Content is protected !!

বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

তারিখ : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

বিশেষ করে মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা থেকে শুরু করে ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, ব্রিজ ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশের অবস্থান নিতে দেখা যায়। প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও সড়কজুড়ে টহল দিচ্ছে র‌্যাব, ডিবি ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা তল্লাশি অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যদেরও অংশ নিতে দেখা গেছে। তারা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করছেন, ব্যাগপত্র ও লাগেজ খুলে দেখা হচ্ছে। সন্দেহভাজন কিছু মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে-যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা সংঘাত প্রতিরোধের লক্ষ্যেই এই অভিযান ও তল্লাশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “সড়ক ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবির টিমগুলোও মাঠে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও কৌশলগত অবস্থান নিয়েছেন যাতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, “মহাসড়ক ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে শুধুমাত্র জনগণের নিরাপত্তার জন্য। গুজবে কান না দিয়ে শান্ত থাকুন।”