বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন জুলাই ৩৬ সংক্রান্ত, পরিচ্ছন্নতা, বর্জ্য শূন্যতার প্রচার

মো.জাকির হোসেন।।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিমসার স্কুল কলেজ এবং বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং বর্জ্য শূন্যতা প্রচার উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে নিমসার উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক, রচনা, কুইজ ও জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাঈাুল আলম।

সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী এবং পরিচালনা করেন এবং সার্বিক তত্বাবধান ছিলেন ইউপি সচিব মাসিকুর রহমান মাসুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়া উদ্দিন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, অধ্যাপক আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শিহাব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির নেতা মেহেদী হাসান অপু,মোঃ শাহ জালাল, আব্দুল্লাহ আল মামুন, মাঈন উদ্দিন, ফয়সাল আহাম্মাদ তারেক মাহমুদ, বাপ্পি, মাহাবুব হাসান, ইমন, ফয়েজ আহমেদ, মাহাবুর,বাছির, হাসান, সাব্বির বিন আশ্রাফ।

আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান,ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন, শাহ আলম ভূইয়া, জসিম উদ্দিন, আবাদ মিয়া, মনির হোসেন, শিল্পী আক্তার , হিসাব সহকারী রবি উল আউয়াল, উদ্যোগক্তা মোঃ সেলিম রেজা সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। পরে বিতর্ক, রচনা কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page