বুড়িচংয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর; আহত ৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পুকুর ও বাড়ির জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঈদের আগের দিন রাত ১১ টায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার হারুনুর রশিদের ছেলে রুবেল মিয়া অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে পুকুর ও বাড়ির জায়গা নিয়ে পার্শ্ববর্তী মনু মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। গত ১৫ই মার্চ মনু মিয়ার লোকজন রুবেলকে পুকুরের মাছ দেয়ার কথা বলে ডেকে নিয়ে হামলা চালিয়ে মারধর করে। এ বিষয়ে রুবেল মিয়া বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ওই ঘটনার জেরে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গত ২৯ মার্চ রাত ১১ টায় মনু মিঞার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, নিয়ে রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা এসময় ঘরের দরজা জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুবেল মিয়ার পিতা হারুনুর রশিদ, ফুফু পেয়ারা বেগম, ফুফা জজু মিয়া, মা আনোয়ারা বেগম ও ফুফাতো ভাই নাজমুল ইসলামকে মারধর করে। হামলাকারিরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে রুবেল মিয়ার পিতা হারুনুর রশিদকে বাড়ির উঠানে নিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। ফুফু পেয়ারা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে।

রাতের অন্ধকারে আহতদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি ধমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বুড়িচং থানা পুলিশকে খবর দিলে বুড়িচং থানার ডিউটি অফিসার আল-আমিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সহযোগিতায় আহতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠায়।

রুবেল মিয়া আরও জানান, মনু মিয়ার নেতৃত্বে তার ছেলে মহসিন, মৃত রব নেয়ার ছেলে কবির হোসেন, ও লিটন, মৃত আব্দুল অদুদ মিয়ার ছেলে আনোয়ার হোসেন, মৃত বসত আলীর ছেলে জাহাঙ্গীর আলমসহ ২৫ থেকে ৩০ জন লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এদিকে হামলা করেও তারা ক্ষান্ত হয়নি আহতদের নামসহ প্রতিবেশীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বাড়ির সব লোক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ সুযোগে হামলাকারীরা পুনরায় বাড়ি ঘরে লুটপাট চালিয়েছে। তিনি এ ঘটনার সুস্থ তদন্ত পূর্বক বিচার দাবি করেন।

এদিকে মামলার আসামি হওয়া প্রতিবেশীরা জানায়, রাতের আঁধারে পার্শ্ববর্তী বাড়িতে আত্মচিৎকার শুনে তারা সেখানে যান পরবর্তীতে আহতদের উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। এখন তাদেরকে মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে, এ বিষয়ে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান, এই ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা দায়ের করেছেন, পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page