
মো.জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বুড়িচং উপজেলার বিভন্ন এলাকা দিনদিন প্লাবিত হচ্ছে।
বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের বিভিন্ন প্রান্তে থেকে এসে ত্রাণ সামগ্রী শুকনো খাবার বিতরণ করেন।
শনিবার দুপুরের বুড়িচং উপজেলার রামপুর জিহান গ্রুপের ও আলী আহাম্মাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা আহমেদ রনির উদ্যোগে বন্যায় আক্রান্ত বিভিন্ন এলাকায় ৫ শতাধিক ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জিহান গ্রুপের ও আলী আহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা আহমেদ রনি উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী শুকনো খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ জানাল উদ্দিন, জিহান গ্রুপের পরিচালক আব্দুল মান্নান মেম্বার, ফারুক আহমেদ মেম্বার, মোঃ ইউনুস মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম পাখি, লুতফুর রহমান, সোলাইমান হোসেন, ওমর সানী, আহমেদ রুবেল প্রমূখ।