বুড়িচংয়ে মোকাম ইউনিয়নের ভিডব্লিউবি কার্ড ও চাউল বিতরণ

মো. জাকির হোসেন।।
মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভিডব্লিউবি কর্মসূচি ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও গত জানুয়ারি ও ফেব্রুয়ারী মাসের চাউল বিতরণ করেন।ইউনিয়নের ৯ ওয়ার্ডের ১৮০ জন সুবিধা ভোগীদের মাঝে জন প্রতি দুই মাসের বরাদ্দ কৃত ৬০ কেজি করে চাউল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা।

সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী এবং সার্বিক দায়িত্ব ও পরিচালনায় ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুর রহমান, শাহীন কাদির, নাজমুল হাসান সোমা, গৌতম ভৌমিক, হেলাল উদ্দিন, মোঃ রকিবুল হাসান, মোঃ শাহাজাহান।

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে মোঃ শাহ আলম ভূইয়া, মো.জাকির হোসেন সাংবাদিক, মোঃ অহিদুর রহমান,আবু কাউসার, শাহ আলম ২,আবাদ মিয়া, জসিম উদ্দিন, মনির হোসেন, মোসাঃ শিল্পী আক্তার, রোমানা শেলী , হিসাব সহকারী মোঃ রবিউল আউয়াল, উদ্যোক্তা মোঃ সেলিম রেজা, ইউনিয়ন সি আর পির সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম ও শাহ আলম প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page