০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

  • তারিখ : ০৮:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 142

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধর, শ্লীলতাহানী ও স্বর্ণালংকার, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসার (মাঝি বাড়ী) গ্রামের বাসিন্দা মোসাঃ নাজমা আক্তার (৩৪) তার চাচা নুরুল ইসলাম (৫৫) ও তার ছেলে রাসেল (২৫)সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নাজমা আক্তার উল্লেখ করেন, বিবাদীদের সঙ্গে তার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার দাদার ৩৪৯ শতক ভুমি থাকার পরও ওই সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এই বিরোধের জের ধরে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিতভাবে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।

গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে তিনি প্রয়োজনে ৭নং মোকাম ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে পরিষদের সামনে পৌঁছালে বিবাদীদ্বয় পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে। একপর্যায়ে তারা এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তার পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায়।

ভুক্তভোগী আরও জানান, তার সঙ্গে থাকা ব্যাগে থাকা নগদ এক লক্ষ টাকা ও ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয় এবং গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, “আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।”

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, “আমার ভাতিজিকে হারাহারি মধ্যে সম্পত্তি দিতে আমি প্রস্তুত। কিন্তু সে আমার কথা না শুনে লোকজন নিয়ে আমাকে অপমান করেছে। যার কারণে আমি শুধু একটি থাপ্পড় দিয়েছি। এলাকাবাসীর মীমাংসা বৈঠক যে সিদ্ধান্ত হবে, আমি তা মেনে নেব।”

error: Content is protected !!

বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

তারিখ : ০৮:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধর, শ্লীলতাহানী ও স্বর্ণালংকার, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসার (মাঝি বাড়ী) গ্রামের বাসিন্দা মোসাঃ নাজমা আক্তার (৩৪) তার চাচা নুরুল ইসলাম (৫৫) ও তার ছেলে রাসেল (২৫)সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নাজমা আক্তার উল্লেখ করেন, বিবাদীদের সঙ্গে তার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার দাদার ৩৪৯ শতক ভুমি থাকার পরও ওই সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এই বিরোধের জের ধরে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিতভাবে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।

গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে তিনি প্রয়োজনে ৭নং মোকাম ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে পরিষদের সামনে পৌঁছালে বিবাদীদ্বয় পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে। একপর্যায়ে তারা এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তার পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায়।

ভুক্তভোগী আরও জানান, তার সঙ্গে থাকা ব্যাগে থাকা নগদ এক লক্ষ টাকা ও ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয় এবং গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, “আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।”

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, “আমার ভাতিজিকে হারাহারি মধ্যে সম্পত্তি দিতে আমি প্রস্তুত। কিন্তু সে আমার কথা না শুনে লোকজন নিয়ে আমাকে অপমান করেছে। যার কারণে আমি শুধু একটি থাপ্পড় দিয়েছি। এলাকাবাসীর মীমাংসা বৈঠক যে সিদ্ধান্ত হবে, আমি তা মেনে নেব।”