মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে গোবিন্দপুর গোমতী স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি টিভি কাপ শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহন করেন মুমিন একাদশ গোবিন্দপুর বনাম কুমিল্লা ভিক্টোরিয়ার্ন্স ক্রিকেট একাদশ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.এ. আজাদ ডিলারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জাকির হোসেন জাহের ঠিকাদার। প্রধান আকর্ষন ছিলেন ৬ নং ময়নামতি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বুড়িচং উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আদনান হায়দার। খেলার উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ঠিকাদার, ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মোঃ আবু হানিফ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল।
গোবিন্দপুর গোমতী স্পোটিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক আলী আহাম্মদ মোস্তফার সার্বিক তত্বাবধায়নে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন জয় এর পরিচালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন মইনিয়া যুব ফোরামের কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, প্যানেল চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী, হাফিজুল ইসলাম মেম্বার, মাজেদুল ইসলাম সর্দার, প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল, যুবলীগ নেতা মোঃ আবু হাসান ভূইয়া।
আমন্ত্রীত অতিথি ছিলেন মোঃ ফেরদৌস ভূইয়া, মোঃ আবদুল মান্নান, মোঃ আওলাদ হোসেন, মোঃ আশিকুর রহমান জাহিদ, সোহেল আল মাইজভান্ডারী, মোঃ ইকরামুল হক শাওন।
খেলায় টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাদশ। মুমিন একাদশ নির্ধারিত ১২ ওভারে ৮৪ রান করে। ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৮ উইকেটে ৮১ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩ রানে বিজয়ী হয় মুমিন একাদশ।
টুর্ণামেন্ট সেরা খেলোয়ার নির্ধারিত হয় মুমিন একাদশের মোঃ শাহীন আলম। ম্যাচ সেরা খেলোয়ার হয় একই দলের মোঃ মাহিন আলম।
খেলা শেষে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরো দেখুন:You cannot copy content of this page