
মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য সাংবাদিক মো. জাকির হোসেন এবং বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির যৌথ আয়োজনে রোববার বিকালে চুরি ডাকাতি ছিনতাই, বাল্য বিবাহ, যৌতুক ইভটিজিং প্রতিরোধে জন সচেতনতা মূলক সভা পূর্ব মিথিলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী এবং পরিচালনা করেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির বিন আশ্রাফ।
অনুষ্ঠানের শুরুতে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও সাংবাদিক মোঃ জাকির হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস আই মোঃ রুহুল আমিন।
আরও বক্তব্য রাখেন সাবেক সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান মাষ্টার, আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ, মাওলানা মোঃ রুহুল আমিন, স্থানীয় সমাজ কল্যাণ সংস্থার মেঃ নজরুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, নবী নেওয়াজ মাষ্টার, অবসর সৈনিক মোঃ জয়নাল আবেদীন, গাজিউর রহমান, সাহেব আলী, আবুল হোসেন, মেঃ রুহুল আমিন, মোঃ শাহজাহান, আব্দুর রশিদ, নুরুল ইসলাম, আব্দুল কাদের ও টিটু প্রমুখ।
এসময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।