
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা এলাকায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার আবিদপুর-কোরপাই সড়কের মিথলমা পূর্বপাড়া নাজির আলী ফকির বাড়ীর সামনের সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে মরদেহটি দেখে তাকে খবর দেয়। পরে তিনি দেবপুর ফাঁড়ী পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের বয়স ৫০ বছর হবে। গত এ সপ্তাহ ধরে ওই ব্যাক্তিটি এই এলাকায় ঘুরাঘুরি করতো। ধারণা করা হচ্ছে তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন।
দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ পরিদর্শক (এস আই) জাহিদ হাসান জানান, খবর পেয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।













