বুড়িচং থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ মারুফ রহমান জানান, গোপন সংবাদে খবর আসে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল চৌধুরী ব্রিজ এলাকায় মাদক বিক্রির জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী একত্রিত হয়েছে।

এ খবরে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শরীফুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) ফয়েজ আহমেদ বৃহস্পতিবার রাত সোয়া ৮ টায় কুমিল্লা টু বাগড়া সড়কের রাজাপুর ইউনিয়নের চড়ানল চৌধূরী ব্রিজ এলাকায় অভিযান চালায়।

অভিযান কালে মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ একজনকে আটক করে। এ সময় দুটি ব্যাগ থেকে ১১ প্যাকেটে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারীর নাম মোঃ মোখলেছুর রহমান (৪৪), সে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের রেজু মিয়ার ছেলে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page