
কাজী খোরশেদ আলম,বুড়িচং
আজ ৩ জানুয়ারী রবিবার বিকাল ৩টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজারে বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে করোনা সচেতনতামূলক পথসভা ও মাক্স বিতরণ করা হয়।
বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারী কবি ও সংগঠক সাংবাদিক কাজী খোরশেদ আলম এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন।
বক্তব্য রাখেন সোসাইটির প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিম,সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুল ইসলাম,সহ-সভাপতি প্রভাষক মোঃ রেজাউল করিম শাকিল,যুগ্ম-সেক্রেটারী আশ্রাফুল ইসলাম শিকু,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন,সদস্য যাকারিয়া খান প্রমুখ।
পথসভা শেষে ভরাসার বাজারের বিভিন্ন গলিতে এবং কুমিল্লা-মীরপুর এম এ গণি সড়কে পথচারীদের মাঝে মাক্স,বেসিলিন ও সাবান বিতরণ করা হয়।