কাজী খোরশেদ আলম, কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল ১৩ ফেব্রুয়ারী সকাল ১১টায় বুড়িচং উপজেলার নিমসার বাজারে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে এবং সেক্রেটারী কবি ও সাংবাদিক কাজী খোরশেদ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমসার জুনাব আলী কলেজের উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন সোসাইটির প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রিপন,প্রচার সম্পাদক সাংবাদিক মারুফ হোসেন,সদস্য মাওলানা জাকারিয়া খান সৌরভ এবং নিমসার জুনাব আলী কলেজের ছাত্রছাত্রীরা।
পথসভা শেষে নিমসার বাজারে জনসচেতনতামূলক র্যালী করা হয় এবং সাধারণ জনগনের মাঝে মাক্স,লিফলেট,সাবান ও বেসিলিন বিতরণ করা হয়েছে।