আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার সদর এলাকার কুমিল্লা মিরপুর সড়কে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নয়জন পরিবহন চালককে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা এ সময় সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, রোববার সকালে ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে নয়টি পরিবহনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page