ব্রাহ্মণপাড়ায় অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (২৯ মার্চ) শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সুবিধাবঞ্চিত ২৫০ পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে ব্রাহ্মণপাড়া উপজেলার অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের সভাপতি ও বিএমএ’র সাধারন সম্পাদক ডা. আতাউর রহমান জসীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুগ্ম সচিব বদরুল হাসান লিটন।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক পি.পি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদ। এসময় উপকারভোগীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page