ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে প্রায় পুরো উপজেলায় ড্রেজার মেশিন নেই বললেই চলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসন গত ১০ দিনে উপজেলার শিদলাই, সাহেবাবাদ, চান্দলা ইউনিয়নের দর্পনারায়নপুর, মনোহরপুর, ছোটধুশিয়া, নাগাইশ, মাধবপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ খনন যন্ত্র (ড্রেজার মেশিন) এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ জন ড্রেজার ব্যবসায়ী ও শ্রমিককে নগদ ৫০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা আদায় করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এবিষয়ে উপজেলার কয়েকজন কৃষকের সাথে কথা হয়। তারা জানান, এরকম অভিযানের ফলে তারা একটু স্বস্তিতে আছে।

কেননা ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে আশেপাশের সকল জমি ভেঙে যায়। এতে করে ফসলের ব্যাপক ক্ষতি হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, প্রশাসনের পক্ষ থেকে এরকম অভিযান সবসময় অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page