মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামে মাদক ব্যবসায়িদের হামলায় আলোচিত স্বপন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷
হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার ৯ নভেম্বর বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশন মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে গঙ্গানগর ও তার আশ পাশের কয়েক গ্রামের সাধারন মানুষ৷
এসময় তারা আলোচিত স্বপন হত্যা কান্ডের আসামিদের বিচারের দাবি জানান মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আগত প্রায় দুই হাজার মানুষ৷ এর আগে গত ২ নভেম্বর শনিবার গঙ্গানগর গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে মোঃ স্বপন মিয়া (৪০) একই এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (সোহেল) (৪৫) কে প্রকাশ্যে কুপিয়ে যখম করে স্হানীয় চিহ্নিত মাদক কারবারির গডফাদাররা৷
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ স্বপন মিয়া (৪০)কে মৃত্যু ঘোষণা করেন।
মোফাজ্জল হোসেন (সোহেল) এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন৷ বর্তমানে মোফাজ্জল হোসেন (সোহেল) ঢাকা মেডিকেলে চিকিৎসারত রয়েছে৷
ঘটনার দিন রাতে নিহত স্বপন এর বড় ভাই আকতার হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মৃত তৈয়ব আলী ছেলে আবুল হোসেন (৫০), উজ্জ্বল হোসেন (৩০), দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আবুল হোসেন, মিঠু, জহির, রহমতউল্লাহসহ ২০ কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন৷
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আগত সাধারন মানুষ মাদক কারবারি ও স্বপন হত্যা কান্ডের আসামিদের বিচারের দাবি জানান৷
আরো দেখুন:You cannot copy content of this page