
মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দলা আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে চান্দলা হেল্পফুল সোসাইটির আয়োজনে স্কুল প্রাঙ্গনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে চান্দলা হেল্পফুল সোসাইটির সভাপতি অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ মোবাশ্বেরুল হক এর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডঃ মোবারক হোসাইন।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, অধ্যক্ষ মোঃ ইউনুছ, অধ্যক্ষ মাওলানা কবির আহাম্মদ, হাফেজ মাওলানা উবায়দুস সোবহান মামুন সাঈদী, মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, মাওলানা রহমত উল্লাহ খান, হাজী মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোস্তফা ময়নাল, অধ্যাপক হারুন-অর-রশিদ, মনির হোসেন সৈকত, মাষ্টার হারুনুর রশিদ বিএসসি, আব্দুল হান্নান, কনু মিয়া মেম্বার। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











