ব্রাহ্মণপাড়ায় উফশী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্য বীজ ও সার বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা।

উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন এর পরিচালনায় বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোহাম্মদ হোসেন মিয়া, আবুল হোসেন, শামীম মিয়া, বাছির উদ্দিন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ৮শত কৃষকদের মাঝে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএসপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page