ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(৪ এপ্রিল) শুক্রবার বিকাল ৪টায় শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. বাছির আহাম্মদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল।

এসময় জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে ঈদ পরবর্তী এক আনন্দময় পরিবেশ তৈরী হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page